ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু

বগুড়ায় নোভেল করোনাভাইরাসের সংক্রমণ কিছুতেই কমছে না।  দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা।

জেলায় গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে।

এবং নতুন করে আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯১৮ জন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বগুড়া সিভিল সার্জন কাযালয়ের স্বাস্থ্য কমকর্তা ফারহান রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল ৬৯৩টির নমুনার ফলাফলে ১৩৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এদের মধ্যে সারিয়াকান্দিতে একজন, সোনাতলায় ১৩ জন ,শিবগঞ্জে তিনজন, আদমদীঘিতে একজন, দুপচাঁচিয়ায় দুইজন ,কাহালুতে একজন, শেরপুরে ১৬ জন, ধনুটে চারজন ,গাবতলীতে ১৫ জন ,শাজাহানপুরে ৭ জন ও বগুড়া সদরে ৭৩ জন করোনা আক্রান্ত রোগী আছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলাতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে জেলাতে করোনায় সর্বমোট মারা গেছে ৫২জন।



আলমগীর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়