ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুন্দরবনে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান শুরু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুন্দরবনে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান শুরু

সুন্দরবন পূর্ব বিভাগে অপরাধ দমন এবং বনজসম্পদ ও প্রাণীদের রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাগেরহাট জেলা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে বাগেরহাটের মোংলা বন্দরের ওয়াটার জেটির পশুর নদী সংলগ্ন এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

বাগেরহাটের পুলিশ সুপার বলেন, ‘সুন্দরবনের সব ধরনের সম্পদ রক্ষায় ও অপরাধীদের দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবালের নেতৃত্বে ২০ সদস্যের দুটি দল দুই ভাগে বিভক্ত হয়ে দুটি স্পিডবোটে সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় অভিযান চালাবে।’

পংকজ চন্দ্র রায় আরো বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি ছদ্মবেশে জেলে হিসেবে বনে ঢুকে নদী ও খালে গিয়ে বিষ দিয়ে মাছ শিকার করছে। বিষ প্রয়োগে শুধু মাছের ক্ষতি নয়, সুন্দরবনের জীববৈচিত্র‌্য হুমকির মুখে পড়েছে। নোনা পানির কুমিরও মারা পড়ছে। এসব কারণে বনের অপূরণীয় ক্ষতি হয়। এছাড়া, সুন্দরবনের মধ্যে চোরা শিকারিরা রয়েল বেঙ্গল টাইগার শিকার করে তার চামড়া বিক্রি করছে। তারা প্রতিনিয়ত মায়া ও চিত্রা হরিণ জাল ও ফাঁদ পেতে শিকার করছে। বনের সব ধরনের সম্পদ রক্ষায়সহ দস্যুদের দমনে করবে পুলিশ।’


ঢাকা/টুটুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়