ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সকালে বাড়ির কাছে জমির ফসলে কোমড় পানিতে পাট কাটতে যান কৃষক কমল মিয়া।  এ সময় বন্যার পানির স্রোতে ডুবে যান তিনি।  এক পর্যায়ে সকাল ১১টার দিকে পাট খেতের কিনারায় তার মরদেহ ভেসে উঠে। তিনি ওই এলাকার দেলোয়ারের ছেলে।

জোড়খালী ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, বেড়া গ্রামের কৃষক কমল মিয়া সকালে ক্ষেতে যাবার সময় বন্যার পানিতে নিমজ্জিত একটি খালে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে দুপুরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।

জোড়খালী ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম এবং মাদারগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


জামালপুর/সেলিম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়