ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অফিসারদের জন্য মসজিদের সামনের সারি: সেক্রেটারিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অফিসারদের জন্য  মসজিদের সামনের সারি: সেক্রেটারিকে অব্যাহতি

মসজিদের প্রথম কাতারে অফিসারদের জন্য জায়গা রেখে নামাজে দাঁড়ানোর জরুরি নোটিশ দেওয়ার ঘটনায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির সেক্রেটারি আল আমিনকে অ্যাবহতি দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে মসজিদ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আল আমিন উপজেলা একাডেমিক সুপারভাইজার।

উপজেলা পরিষদ মসজিদ কমিটির সভাপতি ও বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘মসজিদে যিনি আগে আসবেন তিনিই সামনে দাঁড়াবেন। এখানে কোনো বৈষম্য নেই। কেউ সামনে বসলে তাকে উঠিয়ে দেওয়াও যাবে না। কিন্তু বৃহস্পতিবার কাউকে না জানিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নোটিশটি দিয়েছিলেন। পরে জানতে পেরে সেটি তুলে ফেলা হয়। এ ঘটনায় আজ রোববার এক জরুরি সভা ডেকে মসজিদ কমিটির সেক্রেটারি পদ থেকে আল আমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেনকে নতুন সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের মুসল্লির উদ্দেশে প্রথম কাতারে অফিসারদের জন্য জায়গা রেখে নামাজে দাঁড়ানোর নির্দেশ দিয়ে নোটিশ টাঙানো হয়। এতে স্থানীয় মুসল্লিদের মাঝে ক্ষোভ ও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ব‌্যাপক সমালোচনা হয়।


টাঙ্গাইল/সিফাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়