ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা জেলা

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ১৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার  ভোর থেকে পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে জেলায় ২২ লাখ মানুষ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে হাসপাতালে রোগীরা বেশি কষ্ট পাচ্ছে।

সাতক্ষীরা সদরের বাসিন্দা আমিনুর রহমান আলম জানান, রাত তিনটা থেকে বিদ্যুৎ চলে গেছে। প্রচণ্ড গরমে মানুষ কষ্ট পাচ্ছে। এই গরমে বাচ্চারা বেশি কষ্ট পাচ্ছে।

সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান জানান, সাতক্ষীরায় বিদ্যুৎ আসে খুলনা থেকে। এর মধ্যে বিনেরপোতা ৩৩ হাজার ভোল্ট গ্রিড ইনসুলেটার পিন ক্রাক করায় গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে মেরামতের কাজ চলছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১৩ এপ্রিল ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়