ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব শুরু

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব। ওঁরাও কিশোর-কিশোরী, যুবক-যুবতী মেতে উঠেছে এই উৎসবে।

বর্ষায় খাল-বিল, নদী-নালায় পূর্ণতা আসে। গাঢ় সবুজ রং নিয়ে প্রকৃতিতে আসে তারুণ্য। খাল-বিলে ফোটে শাপলা-শালুক। ধান লাগানোর পর আদিবাসী সম্প্রদায়ের অফুরন্ত অবসর। ঠিক সেই ভাদ্র মাসে আসে ওঁরাও সম্প্রদায়ের অন্যতম এই বার্ষিক উৎসব ‘কারাম’।

রোববার রাত ১২ টায় নাচে-গানে মাতোয়ারা হয়ে সৃষ্টিকর্তার প্রতি এই নাচ-গান উৎসর্গ করার মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা আদিবাসী পল্লিতে শুরু হয়েছে দুই দিনের কারাম পূজা ও উৎসব।

 


বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে জাতীয় আদিবাসী কেন্দ্রীয় পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন এই পূজা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা এডভোকেট ইমরান চৌধুরী।

এসময় ওঁরাও সম্প্রদায়ের নারী-পুরুষ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর পাঁচপীরডাঙ্গা, গোবিন্দনগর, জগন্নাথপুর, চন্ডিপুরসহ কয়েকটি গ্রামে প্রতিবছর ওঁরাও সম্প্রদায় এই কারাম পূজা ও উৎসবের আয়োজন করে।

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৮ সেপ্টেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়