ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপসায় নৌকা বাইচ অনুষ্ঠিত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রূপসায় নৌকা বাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ‘মারো টান হেইয়ো, জিতেই যাব হেইয়ো, ইনশাল্লাহ হেইয়ো’ এই সুরেলা স্লোগান আর হাজার হাজার দর্শকের আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।

শনিবার রূপসা পাড়ে বসে হাজারো জনতা উপভোগ করেছেন বাঙালির ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতা ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র টানা ১২ তম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।

এদিন কাস্টম ঘাট থেকে খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত রূপসার দুপাড় এবং আশপাশের ভবন ও গাছে গাছে ছিল মানুষ আর মানুষ। তরুণ-তরুণী, নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। অনেকে ছোট ছোট নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে ঘুরে ঘুরে নৌকা বাইচ দেখেন।

বাইচ দেখতে আসা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন আরিফ বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ বাংলার লোক সংস্কৃতির একটি অংশ। বন্ধুদের নিয়ে এসেছি নৌকা বাইচ দেখতে।’

রূপসা পাড়ের গৃহবধূ খাদিজা বেগম বলেন, ‘আমরা এই দিনটির জন্যি এক বছর ধরে অপেক্ষা কইরে থাকি, আইজ নৌকা বাইচ দেখতি পাইরে সত্যিই ভালো লাগতিছে।’

সকালে এই আয়োজনকে ঘিরে নগরীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। পরবর্তীতে দুপুর ২টায় ১ নং কাস্টম ঘাটে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। যা বিকেল ৪টা ৪০ মিনিটে শেষ হয়।

এর আগে দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আমিন উল আহসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী পলাশ কান্তি বালা ও  খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশীদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি আখতার উদ্দিন পান্নু, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফ্যালে, খুলনা সার্কেল হেড মোল্লা নাফিজ ইমতিয়াজ, খুলনা সার্কেল হেড অব মার্কেটিং পার্থ প্রতীম ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।

 



এবারের প্রতিযোগিতায় খুলনার কয়রা, পাইকগাছা, তেরখাদা, কালিয়া ও নড়াইল থেকে ১২ টি বড় এবং ১০ টি ছোট দল অংশ গ্রহণ করে।  এ ছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর এলাকার ছয়টি বাচারি নৌকা নিয়ে একটি বিশেষ দল অংশ নেয়।

প্রতিযোগিতায় বড় দলের মধ্যে প্রথম স্থান অধিকার করে এক লাখ টাকা জিতে নেয় কয়রার ‘সুন্দরবন টাইগার’। প্রথম রানার আপ হিসেবে ৬০ হাজার টাকার পুরস্কার লাভ করে খুলনার তেরখাদার ‘ভাই ভাই জলপরী’। আর দ্বিতীয় রানার আপ হিসেবে ৩০ হাজার টাকা পুরস্কার জিতে নেয় গোপালগঞ্জের ‘সোনার তরী’।

ছোট গ্রুপে প্রথম হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করে কয়রার ‘সোনার তরী’ । দ্বিতীয় বিজয়ী দল পাইকগাছার ‘রিয়া নৌকা বাইচ দল’ জিতে নেয় ৩০ হাজার টাকা। আর তৃতীয় স্থান অর্জন করে সাতক্ষীরার ‘জয় মা কালী-২’ জিতে নেয় ২০ হাজার টাকা।

অপরদিকে বিশেষ বাচারি দলের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোপালগঞ্জের কোটালিপাড়ার ‘মা গঙ্গা-১’ ৫০ হাজার টাকা জিতে নেয়। প্রথম রানার আপ হিসেবে ৩০ হাজার টাকার পুরস্কার পায় মাদারীপুরের ‘মা-দুর্গা’ (হারেজ) এবং দ্বিতীয় রানার আপ হিসেবে ২০ হাজার টাকার পুরস্কার পেয়েছে গোপালগঞ্জের ‘সোনার তরী’।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা ওয়াসার সচিব মু. বিল্লাল হোসেন খান, কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাসাদুজ্জামান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ক্রীড়া সম্পাদক খালেক শিকদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান জিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মোতালেব মিয়া ও মনিরুজ্জামান সাগর।

সন্ধ্যায় রূপসা ঘাটে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যার পর একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনার ক্ষুদে গানরাজ শিল্পী রাতুল ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।



রাইজিংবিডি/খুলনা/১৪ অক্টোবর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়