ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের বাহির সিগন্যাল এলাকায় মেইল ট্রেন কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে হতাহত হয়নি।

রেলওয়ে সূত্র জানায়, ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি মোগলাবাজার রেল স্টেশনে পৌঁছার আগে ইঞ্জিনে আগুন লাগে। এ সময় প্রচুর ধোঁয়া বের হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিলেট ফায়ার সার্ভিসের অপারেশন টিম লিডার মিজানুর রহমান জানান, ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে ইঞ্জিনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা প্রকৌশলী তদন্ত করে বলতে পারবেন।



রাইজিংবিডি/সিলেট/০৫ এপ্রিল ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়