ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

সাভারে অপহরণের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫২, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে অপহরণের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের হেমায়েতপুর থেকে অপহরণের ৩ দিন পর শ্রী জয়ন্ত নামে তিন বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ ও নাছির নামে দুই যুবকে আটক করা হয়েছে।

বুধবার মধ্য রাতে সিংগাইর ব্রিজের নিচ থেকে আটক ওই দুই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশু জয়ন্তের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুলাই দুপুরে সাভারের হেমায়েতপুরের কাঠালতলা এলাকার আউয়াল হোসেনের বাড়ির ভাড়াটিয়া শুভ ও নাছির ওই বাড়ির অপর ভাড়াটিয়া শ্রী সনুর তিন বছরের শিশু জয়ন্তকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। পরে তারা জয়ন্তের পরিবারের কাছে মোবাইল ফোনে  এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলের জীবন বাঁচাতে জয়ন্তের বাবা বিকাশের মাধ্যেমে সাত হাজার টাকা পরিশোধ করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি  করেন। পরবর্তীতে পুলিশ হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকা থেকে নাছির ও শুভকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জয়ন্তকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে সিংগাইর ব্রিজের নিচে ফেলে দেওয়ার কথা স্বীকার করে।

সাভার মডেল থানার ভারপ্ররাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। 




রাইজিংবিডি/সাভার/৫ জুলাই ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়