ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সিলেটে তাবলিগের একাংশের বিক্ষোভ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে তাবলিগের একাংশের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের দখল নিয়ে তাবলিগ জামাতের লোকজনের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জেলা সর্বস্তরের আলেম-ওলামা ও তাবলিগ সাথীরা।

সোমবার দুপুর ২টার দিকে নগরের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে মিছিল নিয়ে তাবলিগের জুবায়ের অনুসারীরা কোর্ট পয়েন্টে এসে জড়ো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল বের করা হয়। এ ছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

তাবলিগ নেতারা জানান, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে শনিবার সাদপন্থি সন্ত্রাসীরা আলেম-ওলেমা ও তাবলিগ সাথীদের ওপর অতর্কিতে হামলা করে। এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তাবলিগ জামায়াতের লোকজনকে টঙ্গীতে ইজতেমা করার অনুমতি দেওয়ার দাবি জানান।

গত শনিবার দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে এক মুসল্লি নিহত এবং শতাধিক মুসল্লি আহত হয়।




রাইজিংবিডি/সিলেট/৩ ডিসেম্বর ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়