ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিফিন ভাতা ২০০ টাকা, অভিমানে প্রত্যাহারের আবেদন

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিফিন ভাতা ২০০ টাকা, অভিমানে প্রত্যাহারের আবেদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য সরকারের দেয়া মাসিক ২০০ টাকা টিফিন ভাতা অভিমানে প্রত্যাহারের আবেদন করেছেন এক সহকারী শিক্ষক।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বৃহস্পতিবার এই আবেদন করেন।

আবেদন পাওয়ার কথা নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান মিঞা।

আবেদনে মনিবুল হক উল্লেখ করেন, ‘‘মাসিক টিফিন ভাতা ২০০/ টাকা; যা গড়ে প্রতিদিন প্রায় ৬.৬৬/ টাকা হারে দেয়া হয়, তা আমি ব্যক্তিগত কারণে প্রত্যাহারের আবেদন করছি।’’

সহকারী শিক্ষক মনিবুল হক রাইজিংবিডিকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে টিফিন ভাতা প্রত্যাহারের আবেদন করলেও এর পিছনে অন্য কারণ আছে।

তিনি বলেন, ‘‘কিছু দিন আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন- এখন ভিক্ষুককে দুই টাকা ভিক্ষা দিলে নেয় না। সেখানে আমরা শিক্ষক হয়ে ছয় টাকা টিফিন ভাতা পাই, এটা আমার কাছে অসম্মানের মনে হয়েছে।’’

মূলত ‘অভিমান’ থেকে এই আবেদন করেছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম বলেন, শিক্ষকের টিফিন ভাতা সরকার দেয়। কোনো শিক্ষক যদি সেই ভাতা প্রত্যাহার চেয়ে আবেদন করেন, সেই আবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। 


বাদশাহ্/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়