ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

খুলনায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকসহ মৃত ৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকসহ মৃত ৪

খুলনায়  করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকসহ আরও চার জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন- নগরীর দৌলতপুরের কবির বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নেছারউদ্দিন (৫৬), নগরীর টুটপাড়ার দিলখোলা রোডের মৃত আফসার উদ্দিনের ছেলে মোহাম্মদ ওমর ফারুক (৫৪), বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ এবং নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২)।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা.  ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। ডা.  ফরিদ উদ্দিন জানান, করোনা আক্রান্ত হয়ে নেছারউদ্দিন গত ২০ জুন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায়  তার মৃত্যু হয়।

অপরদিকে, মোহাম্মদ ওমর ফারুক করোনা আক্রান্ত হয়ে একই দিন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টায়  তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ এবং বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামে দুই রোগীর মৃত্যু হয়।

উল্লেখ্য, খুলনায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১৮জনের মৃত্যু হলো।

 

মুহাম্মদ নূরুজ্জামান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়