ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় আগাম আউশ ধান কাটা শুরু, কিছুদিনের মধ‌্যে মূল ফসল  

বগুড়া সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় আগাম আউশ ধান কাটা শুরু, কিছুদিনের মধ‌্যে মূল ফসল  

বগুড়ার গাবতলীতে আগাম আউশ ধান কাটা শুরু হয়েছে। আগাম ফসলের খুশী চাষিরা। স্থানীয় কৃষি কর্মকর্তারা এবার আউশের ভাল ফলনের আশা করছেন।

কিছু দিন আগেই ইরি-বোর ধান কাটা শেষ হয়েছে। প্রকৃত ও আদর্শ কৃষকরা অলস সময় পার না করে নিজ পরিবার এবং দেশের উন্নয়নে কৃষি অফিসের পরামর্শে জমি ফাঁকা না রেখে সবসময়ই উৎপাদন করার কাজে ব্যস্ত থাকেন।

এমন ধরনের প্রকৃত ও আদর্শ কৃষকদের মধ্যে গতকাল সরেজমিনে গিয়ে পাওয়া গেল উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাতচুয়া গ্রামের কৃষক রেজাউন নবী আলমগীরকে। তিনি তাঁর নিজস্ব ৪০ শতক জমিতে আগাম আউশ ধান রোপন করে গতকাল মাঠ থেকে কেটে নিয়ে ঘরে তুলছেন।

এ সময় তিনি (আলমগীর) বলেন, ‘আমি বছরের সব সময় ফসল উৎপাদনের জন্য কাজ করি। কোন সময় জমি ফাঁকা রাখি না। আগাম আউশ ধান (ব্রি ধান-৬৫) মোট একশত দিনের মাথায় হয়।

তিনি বলেন, ‘এই ৪০ শতক জমিতে সরিষা করেছিলাম। তারপর ইরি-বোর ধান কাটার পরপরই আগাম আউশ ধান রোপন করি।’

এ ব্যাপারে গাবতলী উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, এখন কিছু আগাম আউশ খান কাটা হচ্ছে। তবে আর কিছু দিনের মধ্যে পুরোদমে আউশ ধান কাটা মাড়াই শুরু হবে। গাবতলীতে এবার আউশ ধান বেশ ভালই হবে বলে আশা করা হচ্ছে। 

আলমগীর/সাজেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়