ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনায় আরও ৬২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় আরও ৬২ জনের করোনা শনাক্ত

খুলনা জেলায় আরও ৬২ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০০টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের রিপোর্ট পজিটিভ আসে।   

রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়। 

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, ল্যাবে রোববার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। এতে খুলনার নমুনা ছিল ২০০টি। এছাড়াও ল্যাবে বাগেরহাটের ছয়জন, সাতক্ষীরা ২৯ জন, নড়াইলের তিনজন, যশোরের দুইজন, বরিশালের একজন এবং মাগুরায় একজনের করোনা শনাক্ত হয়। 

খুলনা জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ৭২ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬৭ জন। 

 

নূরুজ্জামান/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ