ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

‘মেজর সিনহার সঙ্গে কোনো পরিচয় ছিল না’ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মেজর সিনহার সঙ্গে কোনো পরিচয় ছিল না’ 

‘সাবেক মেজর সিনহার সঙ্গে কোনো রকম পরিচয় নেই’ বলে দাবি করেছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ‌্যায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সিনহা হত্যাকাণ্ড নিয়ে তাকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন বলেও দাবি করেন ইলিয়াস কোবরা।

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াছ কোবরা বলেন, ‘আমি প্রদীপ সাহেবের মোবাইলে এসএমএস দিয়েছি বা সিনহা সাহেবকে আমি চিনি, ওনার সাথে আমার ছবি আছে; বা কোনোদিন কথা বলছি এমনটা উনার সঙ্গী বা আত্মীয় স্বজন আমাকে পারলে বলুক।’

তিনি আরও বলেন, ‘সিনহা সাহেবকে আমি চিনি, উনাকে আমার বাগান বাড়িতে নিয়ে গেছি; এটা সম্পূর্ণ বানোয়াট। মিথ্যা কথা। আমার কোনো বাগান বাড়ি নেই।’

রুবেল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়