ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিনহা হত‌্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার, নেওয়া হয়েছে আদালতে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিনহা হত‌্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার, নেওয়া হয়েছে আদালতে

র‌্যাবের হাতে গ্রেপ্তার তিনজন

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। গ্রেপ্তার তিনজন পুলিশ বাদী মামলার সাক্ষী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে র‌্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নেজাম উদ্দিন।

র‍্যাব সূত্র জানিয়েছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকা থেকে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।পরে মঙ্গলবার বিকেল ৪টার পর তাদের আদালতে সোপর্দ করে ১০দিনের রিমান্ড  চাওয়া হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা ওই তিনজনকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তবে রিমান্ড আবেদনের শুনানি কখন হবে তা জানা যায়নি।

মাকসুদ/রুবেল/সনি/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়