ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৩ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৭, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৩ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৫০ জন হলো। জেলায় আজ নতুন করে সুস্থ্য ১৯ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৫৪৬ জন।

মঙ্গলবার (১১ মঙ্গলবার) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ২৬৯ টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, নবীনগরে ৪ জন, আখাউড়াতে ৪ জন, আশুগঞ্জে ৪ জন, নাসিরনগরে ৩ জন, কসবায় ১ জন ও বিজয়নগরে ১ জন।

জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪০ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৪৬৪ জন। এর মধ্যে জেলায় ৪৫৮ জন ও অন্য জেলাতে ৬ জন।

মাইনুদ্দীন রুবেল/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়