ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিষখালীতে জেলের জালে বিরল প্রজাতির মাছ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিষখালীতে জেলের জালে বিরল প্রজাতির মাছ

বরগুনার বেতাগীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলার বিষখালী নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়ে এ বিরল প্রজাতির মাছটি। এর ওজন এক কেজির মত।

জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে।

বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব বিষয়টি জানিয়েছেন।

গুগলের তথ্য অনুসন্ধান করে জানা গেছে, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব জানান, বিরল প্রজাতির এই মাছটি বিদেশি। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে। শেওলা জাতীয় উদ্ভিদ খায়। এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়।

রুহান/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়