ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়া বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর ও শিমরাইলকান্দি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তাসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।

ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, দুপুরে নৌকায় করে তিতাস নদীর কাশিনগর এলাকায় ত্রাণ নিয়ে যাওয়া হয়। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল পৌঁছে দেওয়া হয়। পরে সেখান থেকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল পৌঁছে দেওয়া হয়।

মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মানবিক সহায়তা প্রদানের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার পাশাপাশি, সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মাহবুব হোসেন, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নির্মল উপস্থিত ছিলেন।

রুবেল/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়