ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যশোরে ৩ জনের মৃত্যু: ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের অনুমতি  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ১৩:৩৩, ২৭ আগস্ট ২০২০
যশোরে ৩ জনের মৃত্যু: ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের অনুমতি  

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় বন্দি আট কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরেই একটি কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ মামলার তদন্ত কর্মকর্তা যশোরের চাচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রকিবুজ্জামান জানান, তদন্তের প্রয়োজনে ওই আট কিশোরের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পিটিয়ে মেরে ফেলা হয় তিন কিশোরকে। এ ঘটনায় নিহত এক কিশোর রাব্বির বাবা বাদি হয়ে মামলা করেন। মামলায় ওই কেন্দ্রের ৫ কর্মকর্তাকে আটক করা হয় এবং বন্দি আট কিশোরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

 যশোর/সাকিরুল কবীর/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ