ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কালাবদর ছিনিয়ে নিলো বিদ্যালয়টি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ০২:৪৬, ২৮ আগস্ট ২০২০
কালাবদর ছিনিয়ে নিলো বিদ্যালয়টি

কালাবদর নদীতে বিলীন হয়ে গেলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে দুই তলা বিশিষ্ট বিদ‌্যালয়ের পুরো ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। 

স্থানীয় আবদুল মোতলেব মিয়া জানান, বিদ্যালয়টি আশপাশের চরবাসী গ্রামের কয়েকশ’ শিশুর শিক্ষার বাতিঘর ছিলো। করোনাভাইরাস সংক্রমণের কারণে কয়েকমাস ধরে বিদ‌্যালয়টি বন্ধ ছিলো।

শুরুতে বিদ্যালয়টির কার্যক্রম স্থানীয় উদ্যোগে একটি টিনের ঘরে পরিচালিত হতো। ২০১৭ সালে নতুন নির্মাণ হওয়া দ্বিতল পাকা ভবনটি পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের মানুষ অনেক খুশি হয়। তখন পাশের নদীটি দূরে ছিলো। দুই বছরের অব্যাহত ভাঙনে কালাবদর নদী বিদ্যালয় ভবনটির কাছাকাছি চলে আসে। এবারের ভাঙনে বিদ‌্যালয়টিকে গ্রাস করে নেয় কালাবদর।

স্থানীয় বশির মিয়া জানান, নদী ভাঙন রোধে কিছুদিন আগে বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তা ফেলা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। চোখের সামনে বিদ্যালয় ভবনটি বিলীন হয়ে গেলো।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা পিযুষ কান্তি দে জানান, কয়েক মাস আগে নদী বিদ্যালয় ভবনটি নিলামের ডাক দেওয়া হয়েছিলো। কিন্তু বিদ্যালয়টি ভেঙ্গে নিতে এগিয়ে আসেনি কেউ। পরবর্তীতে আবারও নিলামের ডাক দেওয়া হয়। তাতে একটি টেন্ডারও জমা পড়েনি। ফলে শেষ পর্যন্ত নদীর গর্ভেই বিলীন হলো বিদ্যালয়টি।

জে. খান স্বপন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়