ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাল্যবিয়ের খবরে রাতেই ছুটলেন এসিল্যান্ড

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০৪:৫৮, ২৯ আগস্ট ২০২০
বাল্যবিয়ের খবরে রাতেই ছুটলেন এসিল্যান্ড

নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী এলাকায় মো. খোরসেদ আলমের বাড়িতে গিয়ে ওই মেয়ের বিয়ে বন্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।

তিনি জানান, বাল্যবিয়ের খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে যান। এরপর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবাকে জরিমানা করা হয়। এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে গুরুদাসপুর থানা পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরিফুল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়