ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিনহা হত‌্যা: ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২০
সিনহা হত‌্যা: ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (ফাইল ফটো)

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ৬৮ ব্যক্তির সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করা হয়েছে। ৮০ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে ঘটনা সংশ্লিষ্ট নানা ছবিও যুক্ত করা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে ১২টি সুপারিশ করা হয়েছে।’

অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত, এ কথা উল্লেখ করে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘শুধু সিনহা নয়, এ ধরনের ঘটনায় যেকোনো ব্যক্তির মৃত্যুই অনাকাঙ্ক্ষিত।’

এ সময় তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল এসএম সাজ্জাদ হোসেন ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শকের (ডিআইজি) প্রতিনিধি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।

কক্সবাজার/রুবেল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়