ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেজর সিনহা স্মরণে স্মৃতিফলক উন্মোচন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫  
মেজর সিনহা স্মরণে স্মৃতিফলক উন্মোচন

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের স্মরণে নির্মিত স্মৃতিফলক

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্ট এলাকায় স্মৃতিফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের সিনিয়র কর্মকর্তারা।

আরো পড়ুন:

উন্মোচন শেষে সেনাপ্রধান ও বিজিবি প্রধান হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
 

ঢাকা/তারেকুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়