ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার, স্ট্রাইকিং ফোর্স গঠন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২০
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার, স্ট্রাইকিং ফোর্স গঠন 

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আচমকা কোন অপ্রত‌্যাশিত পরিস্থিতি মোকাবিলায় তড়িৎ ব‌্যবস্থা নিতে ‘স্ট্রাইকিং ফোর্স’ গঠন করা হয়েছে। জঙ্গিসহ বন্দিদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে এবং কারগারের ভেতরে-বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কারগারের ভেতরে-বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। এতে একজন জেলার, একজন ডেপুটি জেলার, প্রধান কারারক্ষীসহ ৮ জন সদস্য রয়েছেন। কারা কমপ্লেক্সের প্রধান ফটকের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইচ্ছে করলেও কেউ কারা প্রাঙ্গনে প্রবেশ করতে পারছে না।’

জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট জেলা কারাগারে দুর্বৃত্তরা একটি উড়ো চিঠি পাঠিয়ে বোমা মেরে জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। এরপর কারা প্রশাসন সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করতে চিঠি পাঠায়।

হাসমত আলী/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়