ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কয়রায় বনজীবী নারীদের মাঝে নৌকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২০  
কয়রায় বনজীবী নারীদের মাঝে নৌকা বিতরণ

সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার অসহায় বনজীবী নারীদের মাঝে বিনামূল্যে ১৩টি ডিঙ্গি নৌকা বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নৌকার বৈঠা তুলে দেওয়া হয়। 

এলজি ইলেকট্রনিক্সের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভলপমেন্ট (আইসিডি) এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা সদর ই্উপি চেয়ারম্যান মোহা. হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন আইডিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশিকুজ্জামান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাইন বিল্লাহ, বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-বাহারাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, আইসিডির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সদস্য আশিকুল ইসলাম, রাব্বির হোসেন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, অসহায় মানুষের কল্যাণে এলজি ইলেকট্রনিক্স কাজ করছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে, বিশেষ করে বিধবা পরিবারের পূনর্বাসন, অসহায় বনজীবী নারীদের মাঝে নৌকা বিতরণসহ নানামুখী কর্মসূচি বাস্তবায়নে আইসিডি’র মাধ্যমে এলজি ইলেকট্রনিক্স সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। 

পরে অতিথিরা নদীর ঘাটে বনজীবী নারীদের হাতে বৈঠা তুলে দেন। 

উপকূলীয় জনপদ কয়রায় মুন্ডা সম্প্রদায়ের নারীরা সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। তাদের কাছে ডিঙ্গি নৌকা খুবই প্রয়োজনীয় বাহন।

নূরুজ্জামান/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ