ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নাফাখুমের খালে সাঁতারে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৩ অক্টোবর ২০২০  
নাফাখুমের খালে সাঁতারে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট নাফাখুমের খালে সাঁতার কাটতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু নাফাখুমের রেমাক্রী খালের পানিতে সাঁতার কাটতে নামে। পরে ডুবে কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) নিখোঁজ হয় বলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর উদ্দিন আনোয়ার জানিয়েছেন। কানন ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। বন্ধুরা মিলে তারা বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা তল্লাশি চালাতে ঘটনাস্থলে যান। থানচি থানার ওসি সাইফুর উদ্দিন আনোয়ার জানান, পুলিশও নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছেন।

নাফাখুম ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শত শত পর্যটক বেড়াতে আসেন। তবে অনুন্নত যাতায়াত, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পর্যটকরা হতাহত হচ্ছেন। গত ৭ বছরে ১০ পর্যটক নিহত ও কমপক্ষে দুই শতাধিক পর্যটক আহত হয়েছেন।

বাসু/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ