ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪২, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ০৭:১০, ৮ অক্টোবর ২০২০
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার (৭ অক্টোবর) রাত সোয়া ১১টায় ক্যাম্পের সি-ব্লকে এই আগুন লাগে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এসপি জানান, বুধবার রাতে ক্যাম্পের সি-ব্লকে আগুন লাগার খবর পেয়েছি। আগুন নেভাতে ঘটনাস্থালে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস-কর্মীদের পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

আগুন লাগার খবর শুনেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় এই পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন।

রুবেল/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়