ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিনহা হত্যা: রিমান্ড শেষে কনস্টেবল রুবেল আদালতে 

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৮ অক্টোবর ২০২০  
সিনহা হত্যা: রিমান্ড শেষে কনস্টেবল রুবেল আদালতে 

মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মার ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শর্মাকে আদালতে হাজির করেন মামলার তদন্তকর্মকর্তা র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।

পুলিশ সুপার জানান, রিমান্ড শেষ হওয়ায় রুবেল শর্মাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। তবে সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার আরও জানান, সিনহা হত্যা মামলা ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত করা হয় রুবেল শর্মাকে। গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর মামলার আইও র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রুবেল শর্মার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ্। এরপর গত ২ অক্টোবর শর্মাকে জিজ্ঞাবাদের জন‌্য নেয় র‌্যাব।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএন’র চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরে আরও ৫ জনকে আসামি হিসেবে সংযুক্ত করা হয়।

রুবেল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়