ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মোংলা কাস্টমস হাউজ আধুনিকায়নের প্রক্রিয়ায় আছে’ 

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১০ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:২১, ১০ অক্টোবর ২০২০
‘মোংলা কাস্টমস হাউজ আধুনিকায়নের প্রক্রিয়ায় আছে’ 

মোংলা কাস্টমস হাউজ আধুনিকায়নের প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, মোংলা কাস্টমসের কার্যক্রম পুরোদমে বৃদ্ধি পেলে শুল্ক গোয়েন্দা অফিস মোংলায় স্থানান্তর করা হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে বাগেরহাটের মোংলা কাস্টমস হাউজের অফিস উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. হোসেন আহম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম, সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকাদার, খন্দকার আমিনুর রহমানসহ মোংলা কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের সমস্যা শুধু এনবিআরে নয়, সমস্যা সব সেক্টরে আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে একজনের সমস্যা একটা গোষ্ঠীর সমস্যা। একদিনে এর সমাধান করা সম্ভব নয়।

সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর থেকে উত্তরণের চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


 

টুটুল/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়