ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘরে বসেই অংশ নেওয়া যাবে চট্টগ্রাম বন্দরের নিলাম কার্যক্রমে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৩১, ২৮ অক্টোবর ২০২০
ঘরে বসেই অংশ নেওয়া যাবে চট্টগ্রাম বন্দরের নিলাম কার্যক্রমে 

সরকারি নিলাম মানেই পণ্যের কাছে বা দপ্তরে উপস্থিত হয়ে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতা করেই পণ্য কিনতে হয়।

টাকা জমা দিতে হয় ট্রেজারি চালামের মাধ্যমে ব্যাংকে। তবে এই প্রক্রিয়া আধুনিকায়ণ করে এখন ‘অনলাইন নিলাম’ প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর কাস্টমস।

এখন থেকে বন্দরের যেকোনো পণ্য নিলামে ক্রয় করতে পারবেন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে। টাকাও পরিশোধ করা যাবে মোবাইলে ই-পেমেন্টের মাধ্যমে। এর মাধ্যমে নিলাম ও অর্থপরিশোধ নিয়ে হয়রানি, অনিয়ম ও দীর্ঘসূত্রিতা দূর হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. মাসুদ সাদিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. মাসুদ সাদিক জানান, গতকাল মঙ্গলবার থেকেই ই-অকশন বা অনলাইন নিলামে প্রবেশ করেছে চট্টগ্রাম বন্দর কাস্টম হাউস। এখন একজন নিলাম ক্রেতা অনলাইনে লগইন করেই নিলামে অংশ নিতে পারবেন। ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন শুল্ক কর। এতে জাল জালিয়াতি অনেকাংশে কমে আসবে।

মো. মাসুদ সাদিক বলেন, ‘ট্রেজারি চালান জাল করে পণ্য খালাস করার ঘটনা আমরা দেখেছি। কাস্টম হাউসের কার্যক্রম ডিজিটালাইলেজশন করার প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এর অংশ হিসেবে অনলাইন নিলাম শুরু করছি। অনলাইন নিলামে একজন বিডার ঘরে বসে নিলামে অংশ নিতে পারবেন। এটি একটি নতুন দিগন্ত।’

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়