ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিমান পোল্ট্রি কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২ নভেম্বর ২০২০   আপডেট: ১২:২৬, ২ নভেম্বর ২০২০
বিমান পোল্ট্রি কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ বিমানের প্রতিষ্ঠান বিমান পোল্ট্রি উপ-মহাব্যবস্থাপকের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

রোববার (২ নভেম্বর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ নভেম্বর) রাতে আশুলিয়া থানায় যৌন হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ওই নারী ভাদাইল উত্তর পাড়া এলাকায় স্বামীকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী বিমান পোল্ট্রি কমপ্লেক্সের সিকিউরিটি পদে কর্মরত। বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ-মহা-ব্যবস্থাপক মোহাম্মদ আলী। গত দুই মাস আগে কর্মকর্তা মোহাম্মদ আলীর স্ত্রী অসুস্থ হন। এসময় ওই নারীকে তার স্বামীর মাধ্যমে এক সপ্তাহের জন্য কর্মকর্তার কোয়াটারের বাসায় গৃহপরিচারিকার কাজ করার অনুরোধ করা হয়। কাজ করার কিছু দিন পর ওই নারীকে কুপ্রস্তাব দেন কর্মকর্তা মোহাম্মদ আলী। এতে রাজি না হওয়ায় তার স্বামীকে চাকরিচ্যুত করার হুমকি দেন ওই কর্মকর্তা। এমনকি ওই নারী ও তার স্বামীকে নানাভাবে ক্ষতি করার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে গত দুই মাস ওই কর্মকর্তার বাসায় কাজ করতে বাধ্য হন ভুক্তভোগী নারী। এতদিন ওই কর্মকর্তার গাড়িচালক মিন্টুর সহায়তায় তাকে কুপ্রস্তাব দিয়ে আসা হচ্ছিল।

সবশেষ, গেল ১৫ অক্টোবর বাসা খালি পেয়ে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়নে করেন কর্মকর্তা মোহাম্মদ আলী। এসময় প্রতিবাদ করলে মোহাম্মদ আলী ও তার গাড়িচালক মিন্টু তাকে নানা ধরনের হুমকি দেন। পরে বিষয়টি তার স্বামী সবাইকে অবগত করেন।

এ বিষয়ে বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বলেন, দেশে আর কাজ কাম নাই, আপনারা এটা ছাড়ুন, বলে ফোন কেটে দেন।

এসআই আব্দুল জলিল জানান, বিমান পোল্ট্রি কর্মকর্তা মোহাম্মদ আলীর বিরুদ্ধে এক নারী যৌন নীপিড়নের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সাব্বির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়