ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ছোল-পল নিয়ে অ্যানা ভালো থাকমু’

মোসলেম উদ্দিন  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৩ নভেম্বর ২০২০   আপডেট: ১০:২৭, ৩ নভেম্বর ২০২০
‘ছোল-পল নিয়ে অ্যানা ভালো থাকমু’

‘এইবার মুই সাড়ে তিন বিঘা জমিত আমন চাষ করেছু। আল্লাহ দিলে মাঠত মোর ভালো ধান হয়ছে। ক’দিনের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু করমু। ছোল-পল নিয়ে অ্যানা  ভাল থাকমু। ধান কাটা হলে মোর আর কোনো কষ্ট হোবে না।’

কথাগুলো বলছিলেন হিলির জালালপুর গ্রামের কৃষক আকরাম হোসেন। শুধু তার নয়, এবার দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে।

এবার দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার ৩৩ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে ধান কাটা-মাড়াইয়ের কাজ। তারপর শুরু হবে গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য নবান্ন উৎসব।

বিরামপুরের কৃষক মাসুদ রানা বাদল রাইজিংবিডিকে বলেন, ‘ইরি ধানের চেয়ে আমনের ফলন ভালো হয়েছে। এইবার ২১ বিঘা জমিতে আমন চাষ করেছি। প্রায় সব ক্ষেতেই ধানে পাক ধরেছে। ৮-১০ দিনের মধ্যে ধান কাটা শুরু করবো।’

একই এলাকার গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, ‘গত বোরো মৌসুমে ১৪ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। ভালো ফলন পাওয়াতে এইবার ১৬ বিঘাতে আমন চাষ করেছি। আমনের ফলনও ভালো হয়েছে। তবে কিছু জমিতে কারেন্ট ও মাজরা পোকা দেখা গেছে।  পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োনীয় স্প্রে ব্যবহার করা হচ্ছে।’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন জানান, উপজেলায় ৮ হাজার ২১০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বর্ষায় কৃষকের ধানের তেমন ক্ষতি হয়নি। বোরোর মতো আমন ধানেরও বাজারে ভালো দাম রয়েছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু করবেন চাষিরা।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার শ্রী নিক্সোন চন্দ্র সরকার জানান, ১৭ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এই এলাকায় কৃষকরা ধান কাটা-মাড়াই শুরু করে দিয়েছে। ১৮০ হেক্টর জমির ধান ইতিমধ‌্যে কাটা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাটা-মাড়াই শুরু হবে।’

এ বিষয়ে দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক তৌহিদ ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘এবার জেলার ১৩ উপজেলায় মোট ২ লাখ ৬০ হাজার ৩৩ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ধান চাষের শুরু থেকে উপজেলার কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন। গত বছরের চেয়ে এ বছর আমন ও বোরো ধানের চাষ বেড়েছে।’

হিলি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়