ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘মাস্ক পরবেন না কি জরিমানা গুণবেন’

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৯ নভেম্বর ২০২০  
‘মাস্ক পরবেন না কি জরিমানা গুণবেন’

করোনা সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে সরকার। এই নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে মানিকগঞ্জের জেলা প্রশাসন।

মাস্ক ব্যবহারে আগ্রহী করতে সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় মাস্ক ব্যবহার নিয়ে বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ফেসবুক আইডি থেকে নতুন বার্তা দিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, ‘করোনার এই দ্বিতীয় ঢেউয়ের প্রারম্ভে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অপেক্ষায় আছি। মাস্ক পরবেন না কি জরিমানা গুণবেন সেটা আপনার পছন্দ। একসময় যারা মাস্ক পরে আসতেন না, তাদের বিনামূল্যে মাস্ক দিতাম। এখন থেকে যারা পরে আসবেন তাদেরকে বরং ফ্রি মাস্ক দেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘বৃহস্পতিবার সাটুরিয়ার হাট বার। আপনারা যারা হাটে আসবেন দয়া করে মাস্ক পরে আসবেন অথবা ন্যূনতম ৫০০ টাকা পকেটে নিয়ে আসবেন।’

এসব বিষয়ে জানতে চাইলে ইউএনও আশরাফুল আলম রাইজিংবিডিকে বলেন, ‘আজ (১৯ নভেম্বর) সাটুরিয়া হাটে অনেক মানুষের সমাগম হবে। এসময় করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে মাস্কের ব্যবহার বাড়াতে সচেতনতামূলক ওই পোস্ট দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। দুপুর থেকে হাটের দুটি পয়েন্টে দুটি ভ্রাম্যমাণ আদালতের টিম থাকবে।’

জাহিদুল হক/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়