করোনার তথ্য ফাঁসকারী সাংবাদিককে আরো ৪ বছরের কারাদণ্ড দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
মহামারির কেন্দ্রস্থল থেকে কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ের তথ্য সংগ্রহের পর চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক চীনা সাংবাদিককে আরো চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার তাকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছে রয়টার্স।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, ৪২ বছর বয়সী ঝাং ঝানকে চীনে ‘বিবাদ তৈরি করা এবং ঝামেলা উস্কে দেওয়ার’ অভিযোগে সাজা দেওয়া হয়েছে। একই অভিযোগে ২০২০ সালের ডিসেম্বরে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মন্তব্য করেনি।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এশিয়া-প্যাসিফিক অ্যাডভোকেসি ম্যানেজার আলেকজান্দ্রা বিয়েলাকোস্কা এক বিবৃতিতে বলেছেন, “তাকে বিশ্বব্যাপী একজন তথ্য নায়ক হিসেবে পুরস্কৃত করা উচিত, কারাগারের বন্দি হিসেবে নয়। তার অগ্নিপরীক্ষা এবং নিপীড়নের অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক কূটনৈতিক সম্প্রদায়কে তার অবিলম্বে মুক্তির জন্য বেইজিংয়ের উপর চাপ দেওয়া আগের চেয়েও বেশি জরুরি।”
চীনে করোনার সংক্রমণের প্রমাণ হিসেবে জনবহুল হাসপাতাল এবং খালি রাস্তার ভিডিও পোস্ট করেছিলেন ঝাং। এছাড়া তিনি চীনে করোনার সংক্রমণের ব্যাপারে কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। তার এসব বর্ণনা চীনে করোনার প্রভাব সম্পর্কে সরকার যেসব বর্ণনা দিয়েছিলে তারচেয়ে ভয়াবহ চিত্র ফাঁস করেছিল। এসব পোস্টের জন্য ঝাংকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল।
ঝাং-এর আইনজীবী রেন কোয়ানিয়ু জানিয়েছিলেন, ঝাং বিশ্বাস করতেন যে ‘তার বাক স্বাধীনতা প্রয়োগের জন্য তাকে নির্যাতন করা হচ্ছে।’
ঢাকা/শাহেদ