ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকা হারালেন বর্তমান মেয়র

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ১১:১০, ২৯ নভেম্বর ২০২০
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকা হারালেন বর্তমান মেয়র

বর্তমান প্যানেল মেয়র মো. মাসুদউজ্জামান মাসুক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকা হারালেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. ছালেক মিয়া। এখানে নৌকা পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান প্যানেল মেয়র মো. মাসুদউজ্জামান মাসুক।

২৮ ডিসেম্বর এই পৌরসভার নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রথমধাপের ২৫ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। এরমধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে মো. মাসুদউজ্জামান মাসুককে মনোনয়ন দেওয়া হয়।

এর আগে এ নির্বাচন সামনে রেখে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী হিসেবে ৬ নেতার নাম নির্বাচিত করে জেলায় পাঠানো হয়। পরে জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয় ৫ জনের নাম।

দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মো. মাসুদউজ্জামান মাসুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু।

বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯।  গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫ পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে শায়েস্তাগঞ্জও রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ। মনোনয়ন দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।

জানা গেছে,  ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার যাত্রা শুরু। এ পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুর রেজ্জাক রাজা মিয়া, দ্বিতীয় নির্বাচনে জাপা নেতা আলহাজ্ব জাহির আহমেদ ময়না মিয়া, উপ ও তৃতীয় পৌর নির্বাচনে বিএনপি নেতা এমএফ আহমেদ অলি, চতুর্থ নির্বাচনে আওয়ামী লীগ নেতা মো. ছালেক মিয়া মেয়র নির্বাচিত হন। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়