ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীতে ‘স্বপ্নবৃত্ত’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩ জানুয়ারি ২০২১  
রাজশাহীতে ‘স্বপ্নবৃত্ত’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

‘মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের’ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবৃত্ত’র উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এছাড়া, করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনটি বিতরণ করেছে মাস্ক।

রোববার (৩ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১১টায় চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামে শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ করেন স্বপ্নবৃত্ত’র সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন— স্বপ্নবৃত্ত’র সাধারণ সম্পাদক মাইনুল  হক, সাংগঠনিক  সম্পাদক আল শাহরিয়ার তাজ, সহ-সাংগঠনিক সম্পাদক সৃষ্টি সাহা, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, সদস্য নাহিদ হাসান, পলাশ, ইফতিয়ার, আয়েশা আখতার প্রমূখ।

এদিকে, দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, মোন্নাফের মোড়, রেলওয়ে স্টেশনে শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বপ্নবৃত্ত’র উপদেষ্টা শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি শাহিনুর ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল হোসেন, প্রচার সম্পাদক জান্নাত আজাদ কেয়া, কার্যকারী সদস্য শিফাত আহমেদ, সদস্য পল্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়