ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওবায়দুল কাদেরকে নিজের আসনে জিততে হলে আমাদের লাগবে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ০৭:৩০, ১১ জানুয়ারি ২০২১
ওবায়দুল কাদেরকে নিজের আসনে জিততে হলে আমাদের লাগবে: কাদের মির্জা

আব্দুল কাদের মির্জা (ফাইল ছবি)

বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সতর্ক হতে বললেন আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘তার (ওবায়দুল কাদের) ওপরও আমার ক্ষোভ আছে। তার নির্বাচনি আসন নোয়াখালী-৫ ( কোম্পানীগজ্ঞে-কবিরহাট)-এ তাকে জিততে হলে আমাদের লাগবে। সামনে জিততে হলে তাকেও সতর্ক হতে হবে।’

রোববার (১০ জানুয়ারী) কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনি পথসভায় কাদের মির্জা এসব কথা বলেন।

আরো পড়ুন:

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা কাদের বলেন, ‘এখানে নির্বাচনে জেতা  এত সহজ নয়, কঠিন ব্যাপার। বউ-টউ সামলাতে হবে। আর তার সঙ্গে যারা হাঁটেন, তারা কার থেকে মাসোয়ারা পান, তার খোঁজখবর নিতে হবে।’ তিনি বলেন, ‘মুঠোফোনে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে আমাকে একজন গালি দিয়েছেন। প্রশাসনকে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে এই মহিলার হাত অনেক শক্তিশালী, না হয় ব্যবস্থা নেয়নি কেন?’

বসুরহাট পৌসভা নির্বাচনে  মেয়র প্রার্থী কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের আমার সঙ্গে নেই। কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সঙ্গে নেই। নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে। ডিসি, এসপি, নির্বাচন অফিসার আমার সঙ্গে নেই। আপনারা কেউ আমার সঙ্গে থাকবেন? থাকলে আমি কথা বলবো।’ ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘এই দলের সঙ্গে ৪৭ বছর ধরে আছি। দায়িত্বশীলতার ঘাটতি আছে, আপনি যে বললেন হানিফ সাহেব (মাহবুব উল আলম হানিফ), আপনি দায়িত্বশীল লোক, ভদ্রলোক, আমাদের দলের নেতা। আপনার কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যটা যে ভাঙছে, আপনি কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন?’

এই মেয়র প্রার্থী তার অসুস্থাতার কথা পুনরুল্লেখ করে বলেন, ‘আমেরিকায় চিকিৎসার জন্য গিয়ে আমার দুটি টিউমার ধরা পড়েছে। তখন সেখানে ২৪ দিন ঘরে ছিলাম। ঘরে বসে আমার অনুভূতিতে আঘাত করেছে, আমরা কী করছি। তাই বিমানবন্দরে এসে ঘোষণা করেছি, এখন থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করবো। সত্য কথা বলবো। তাই এই নির্বাচনকে আমি অন্যায়ের প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। এটা হলো সত্য কথা। নির্বাচন আমার কাছে মুখ্য নয়। এভাবে চলতে দেওয়া যায় না।’

ওবায়দুল কাদেরের বিষয়ে কাদের মির্জা বলেন, ‘আমি একটি জায়গায় দুর্বল। ওবায়দুল কাদের  অসুস্থ। তিনি মারা যাবেন, এটা বললে আমি দুর্বল হয়ে যাই। তারও বুঝতে হবে, তিনি জাতীয় নেতা। আওয়ামী লীগের দুবারের সাধারণ সম্পাদক। আমি নোয়াখালীর, ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করবো, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবো, গ্যাসের অধিকারের জন্য কথা বলবো।’ অন‌্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে  তাকে লোকে পাগল আখ‌্যায়িত করে বলেও তিনি জানান।

সুজন/এনই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়