ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মুজিবনগর-কোলকাতা সড়কের কাজ শিগগিরই শুরু’

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১৪ জানুয়ারি ২০২১  
‘মুজিবনগর-কোলকাতা সড়কের কাজ শিগগিরই শুরু’

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘মুজিবনগর আম্রকানন আমাদের জাতিগতভাবে একটি স্মৃতির জায়গা। অত্যন্ত আবেগের একটি জায়গা। শিগগিরই মুজিবনগর-কোলকাতা সড়কের কাজ শুরু হবে। রাস্তাটি আমাদের কাছে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

রাস্তাটি মানসম্মতভাবে উন্নয়ন করতে অচিরেই কাজ শুরু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার বহু স্মৃতি বিজড়িত এ স্থানটি অবহেলিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের যেমনিভাবে সম্মান করা হচ্ছে তেমনিভাবে যুদ্ধকালীন স্মৃতিবিজড়িত স্থানগুলোকেও সংরক্ষণ করা হচ্ছে।’ 

যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রাস্তাটি হলে এখান দিয়ে দুদেশের মানুষ যাতায়ত করতে পারবেন। রাস্তাটি হলে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক বিষয়ের উন্নয়ন হবে। অপরদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ হবে।’

পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘প্রধামন্ত্রীর প্রতিশ্রুতিতে মুজিবনগরে এক হাজার কোটি টাকার কাজ হবে তার নকশা প্রায় চুড়ান্ত। খুব দ্রুত এটি একনেকে তোলা হবে। আশা করা যায় আগামি বছরের প্রথম দিকে কাজ শুরু হবে। এটি বাস্তবায়ন হলে মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস দেশ বিদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরা যাবে।’

মহাসিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়