Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৪ মার্চ ২০২১ ||  ফাল্গুন ১৯ ১৪২৭ ||  ১৯ রজব ১৪৪২

কুমিল্লায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১৯ জানুয়ারি ২০২১  
কুমিল্লায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অসহায়, গরীব দুঃস্থ্য ও ছিন্নমূল জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে দেন অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল শাহ্পার আকন্দ।

সেনা মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৩০০ জনকে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ৩৮ সদস্য।

এসময় উপস্থিত ছিলেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক মেজর এইচ এম সাকিব রহমান খান, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন জান্নাতুন নাঈম, ক্যাপ্টেন ফাইজা সোলাইমান, ক্যাপ্টেন মিনা আসিফ কবির, লেফটেন্যান্ট আব্দুস সোবহান ও অন্যান্য সদস্যরা।

চিকিৎসা শেষে জনসাধারণের মাঝে মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ইমরুল/আরিফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়