ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুন্সীগঞ্জে আবাসিকে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২০ জানুয়ারি ২০২১  
মুন্সীগঞ্জে আবাসিকে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের আবাসিকে গ্যাস সংযোগ অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের জুবলি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় ঠিকাদার নেতারা তাদের বক্তব্যে বলেন, ২০১৫ সালে সরকার সব ধরনের আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এতে করে প্রায় ২ হাজার ৩০০ গ্রাহক গ্যাসের রাইজার উত্তোলন করার পরও সংযোগ পাচ্ছে না।

এ সকল গ্রাহকের গ্যাসের সংযোগ চালু করার দাবি জানান ঠিকাদার নেতারা। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুমকি দেন তারা।   

এ সময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, দপ্তর সম্পাদক মুহাম্মদ আহসান হাবিব স্বপন প্রমুখ। 
 

রতন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়