ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:১১, ১১ ফেব্রুয়ারি ২০২১
আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলা

সকালে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বসুরহাট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ নবনির্বাচিত পরিষদ আজ (বৃহস্পতিবার) ভোরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছিলেন।  পথে ফেনীর জেলার দাগনভূঞা বাজারে কাদের মির্জার গাড়ি বহরে হামলা চালানো হয়।  হামলাকারীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ও ডিম নিক্ষেপ করে।

এ বিষয়ে আবদুল কাদের মির্জার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি এই হামলার প্রতিক্রিয়া জানাতে তার ফেসবুকে অ্যাকাউন্ট থেকে লাইভে আসবেন বলেও জানান।

সুজন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়