ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থানার সামনে কাদের মির্জার অবস্থান কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২১
থানার সামনে কাদের মির্জার অবস্থান কর্মসূচি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।

নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসিকে (তদন্ত) প্রত্যাহারের দাবিতে এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকে থানা ফটকের সামনে সারারাত অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল শেষে পুনরায় একই দাবিতে তিনি শুক্রবার ও শনিবার থানার সামনে অবস্থান অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। 

আগামিকাল শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালনের পূর্বের ঘোষণা রয়েছে।

সুজন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়