ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন 

খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যা মামলার রায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এম ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন— মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।

এপিপি এম ইলিয়াস খান জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে ওষুধ ব্যবসায়ী আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কয়রা থানায় মামলা দায়ের করেন। ২১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। তবে, অপর আসামি মিজানুর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হয়।

খুলনা/নূরুজ্জামান/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়