ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৮ মার্চ ২০২১   আপডেট: ১২:১৯, ৮ মার্চ ২০২১
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাবাভিক হয়।

বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান নিশ্চিত করেছেন।

ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ অংশে মহাসড়ের উন্নয়নের কাজ চলমান থাকায় থেমে থেমে যান চলাচল করছিলো। এ কারণে যানজটের সৃষ্টি হয়। সেই জট কখনও কখনও টাঙ্গাইল পর্যন্ত আসে।

রোববার (৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সেতু দিয়ে ১৩ হাজার যানবাহন পাড়াপাড় হয়েছে। স্বাভাবিকভাবে যানবাহন পাড়াপাড়ের কথা ১০ হাজার। এ কারণে সেতু এলাকায় প্রচণ্ড যানযট সৃষ্টি হয়।

সোমবার (৮ মার্চ) সকালে মহাসড়কে গাড়ির বেশ চাপ ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গেছে। এখন মহাসড়কে গাড়ির চাপ তেমন নাই। যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

কাওছার/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ