ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমাকে হত্যা করে ভাগ্নে রাহাতকে মেয়র বানানো হবে’

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ২৪ মার্চ ২০২১   আপডেট: ২৩:১০, ২৪ মার্চ ২০২১
‘আমাকে হত্যা করে ভাগ্নে রাহাতকে মেয়র বানানো হবে’

(বাঁয়ে) কাদের মির্জা, (ডানে) ফখরুল ইসলাম রাহাত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাকে হত্যা করে নীল নকশা বাস্তবায়ন করা হবে। আমাকে হত্যা করে আমার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র বানানো হবে।’

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্যগুলো করেন।

আরো পড়ুন:

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘‘বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। আমাকে হত্যা করে তারা এই নীল নকশা বাস্তবায়ন করবে। গত (২১ মার্চ) তারিখ নোয়াখালী জেলহাজতে কারাবন্দি মিজানুর রহমান বাদলের সঙ্গে একরামুল করিম চৌধুরী ও জেহান দেখা করে একটা নতুন ছক তৈরি করেছে। নোয়াখালী ৫ আসনে শিউলি একরামকে এমপি করবে। কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন সাহেব পদত্যাগ করে মিজানুর রহমান বাদলকে চেয়ারম্যান করবে। কবিরহাট উপজেলায় সাবাব চৌধুরীরকে উপজেলার চেয়ারম্যান করা হবে। 

‘কবিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়হান বুঝিয়েছে সে মন্ত্রীর লোক। কিন্তু আসলে সে একরামুল করিম চৌধুরীর লোক। তাই রায়হান কবিরহাট পৌরসভা মেয়র থাকবে এবং বসুরহাট পৌরসভায় আমাকে হত্যা করে ফখরুল ইসলাম রাহাতকে (ভাগ্নে) বসুরহাট পৌর মেয়র করা হবে। এই বিষয়ে মন্ত্রীর স্ত্রী ও নিজাম হাজারীর সঙ্গে ফোনে আলাপ করে তারা সিদ্ধান্ত নেয়। এটাই হচ্ছে তাদের নতুন ছক।’’

এ বিষয়ে জানতে কাদের মির্জার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি যতটুকু জানতে পেরেছেন, ততটুকুই ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। জীবনের নিরাপত্তার জন্য তিনি থানায় জিডি করবেন। থানা জিডি না নিলে তিনি আদালতের দারস্থ হবেন।

কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত বলেন, ‘কাদের মির্জার কার বিরুদ্ধে অভিযোগ নেই? তিনি নির্লজ্জ মিথ্যাচার করেন। মিথ্যাচারের জনকে পরিণত হয়েছেন তিনি। একজন স্বাভাবিক মানুষ এভাবে মিথ‌্যাচার করতে পারে না। তার দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন। কাদের মির্জার দৃষ্টিতে তিনি এবং তার ছেলে ছাড়া সৎ এবং ভালো মানুষ আর কেউ নেই।’

মাওলা মুজন/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়