ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

সীমিত পরিসরে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ২০:২০, ৫ এপ্রিল ২০২১
সীমিত পরিসরে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

সারা দেশে চলমান এক সপ্তাহের লকডাউনের প্রথম দিনে চট্টগ্রামের ব্যবসায়ীরা সীমিত পরিসরে দোকান খোলা দাবিতে বিক্ষোভ করেছেন।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভে অংশ নেন। করোনাভাইরাস সংক্রমণরোধে আজ থেকে শুরু হওয়া লকডাউন ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে। 

বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ীরা বলেন, রাস্তাঘাট অনেকটা স্বাভাবিক; গণপরিবহন ছাড়া সব যানবাহন চলছে। তারা চান সীমিত পরিসরে হলেও তাদের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

চট্টগ্রামের নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সগির বলেন, ‘প্রথম দফা লকডাউনে তিনমাস আমরা খেয়ে না খেয়ে দিন পার করেছি। সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা ছিল না। এরমধ্যে আমাদের কাছ থেকে ভ্যাট-ট্যাক্স আদায় করা হয়েছে।’

তিনি বলেন, ‘সামনে রোজা ও ঈদকে কেন্দ্র করে যখন আমরা ব্যবসা করব ভাবছি, তখন আবারও লকডাউন দেওয়া হলো। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আন্দোলন করছি।’

নগরীর নিউমার্কেট মোড় অবরুদ্ধ করে এই বিক্ষোভে কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়