ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪১, ১৭ নভেম্বর ২০২৫  
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এবং রাতের এসব বিস্ফোরণের পর রাজধানীর অধিকাংশ রাস্তা ফাঁকা হতে শুরু করে, তৈরি হয় উদ্বেগ। 

আরো পড়ুন:

এসব বিস্ফোরণে আক্রান্ত হয়ে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। 

রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে এবং পুলিশের কাছ থেকে জানা গেছে, রবিবার রাত ৯টার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের  বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে ওই রোডের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পুলিশ বলছে, পল্লবী মেট্রোস্টেশনের নিচে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়। ​কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় এবং মেট্রো স্টেশনের নিচেও ককটেল ফাটার শব্দ শোনা গেছে।

রাজধানীর ​বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। ​

বাড্ডা এলাকায় ককটেল বিস্ফোরণ শব্দ পেয়েছেন বাসিন্দারা। সেখানে বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

​শ্যামপুর ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি স্থানে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। 

এই রায় ঘোষণা ঘিরে ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর রয়েছে।

শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার খবর এসেছে। এই সময়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী।

ঢাকা/এমআর/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়