ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৩৩, ২৮ এপ্রিল ২০২১

বকেয়া সম্মানি ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্নি চিকিৎসকেরা। 

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে তার এ অবস্থান ধর্মঘট পালন করে। এতে করে সেবা বঞ্চিত হচ্ছে চিকৎসা নিতে আসা রোগীরা।

আন্দোলনরত চিকিৎসকেরা জানান, গত জানুয়ারি থেকে তারা তাদের সম্মানি ভাতা পাচ্ছেন না।  কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা এ অবস্থান ধর্মঘট পালন করছে।  যতক্ষণ পর্যন্ত তাদের সম্মানি ভাতা না পাবে সে পর্যন্ত তাদের এ কর্মসূচি চলতে থাকবে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সাদেক বলেন, আমি নতুন যোগদান করেছি।  আমি শোনার পরই তাদের সঙ্গে  আলোচনায় বসেছি।  যেটা জানতে পারলাম হাসপাতাল ফান্ডে টাকা না ও আমার দায়িত্ব গ্রহণে সময় লেগেছে যে কারণে তাদের সম্মানি ভাতা পেতে একটু সময় লাগছে।  দ্রুত তারা তাদের প্রাপ্য সম্মানি ভাতা পেয়ে যাবেন।

কাওছার/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়