ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৭ মে ২০২১  
সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

শুক্রবার (৭ মে) সকালে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির।

নিহতরা হলেন—মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিকের ছেলে সাদেক বাচ্চু (৪০) এবং একই গ্রামের বাসিন্দা তার সহাকারী মানিক হোসেন (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শওকত কবির জানান,  শুক্রবার সকালে নির্মাণ শ্রমিক সাদেক তার সহযোগী মানিককে সঙ্গে নিয়ে ১০/১২ দিন আগের ঢালাই দেওয়া সেপটিক ট্যাংকির সাটারিং খুলতে ট্যাংকির ভিতরে নামে। বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে গৃহকর্তা ও নির্মাণ শ্রমিক সাদেকের ভগ্নিপতি আমিরুল ইসলাম আশপাশের লোকজন ডেকে সেখান থেকে তাদর নিথর দেহ ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত দুই নির্মাণ শ্রমিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেল সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বৃষ্টি বাদলের কারণে বাড়ির লোকজন সেপটিক ট্যাংকের খোলা মুখ বন্ধ রেখেছিলেন। দীর্ঘসময় বন্ধ থাকায় সেখানে গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বিষয়টি জানা যাবে।

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ